
রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ছয়তলা ভবনের তিন তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। চার ঘণ্টা চেষ্টার পর দুপুর ১টা ০৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় এগিয়ে আসে বিমান বাহিনী, পুলিশ ও র্যাব।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) জিল্লুর রহমান জানান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, ভবনটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। এখানে এমিকন নামে একটি প্রতিষ্ঠানের গোডাউন আছে। এই গোডাউনে ক্রেস্ট তৈরি করা হতো। গোডাউন ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।
তিনি বলেন, এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির দেওয়া প্রতিবেদন থেকেই আগুন লাগার আসল কারণ জানা যাবে।
তিনি বলেন, ভবনের নিজস্ব কোনো ফায়ারফাইটিং ব্যবস্থা ছিল না। তবে পাশের একটি ভবনে পানি যাচ্ছিল। প্রথম আধাঘণ্টা সেই পানি দিয়েই আমরা আগুন নেভানোর চেষ্টা করেছি। ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত পরে বলতে পারব।