পদ্মা সেতুতে ফেরির ধাক্কা নিয়ে যা বললেন প্রকল্প পরিচালক

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১ | আপডেট: ৪:৪৪:অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১

যাত্রীবাহী ফেরির ধাক্কার পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়নি এমনটি প্রত্যাশা করছে কর্তৃপক্ষ। আজ শুক্রবার (২৩ জুলাই) প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘ফেরির ধাক্কায় সেতুর কোনো ক্ষতি হয়েছে বলে মনে হয় না, তারপরও আমরা তদন্ত করছি।’

তিনি আরও বলেন, ‘পদ্মা সেতুর কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে- এটি ৫ হাজার টন পর্যন্ত আঘাত সহনীয়।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। এর আগে আমরা বিআইডব্লিউটিসিকে মৌখিকভাবে বলেছিলাম, তারা যেন কারিগরি ত্রুটি নেই এমন ফেরি সতর্কতার সঙ্গে পরিচালনার অনুমতি দেয়। কিন্তু এই ফেরিটি সতর্কতার সঙ্গে চালানো হচ্ছিল না বলে আমাদের মনে হয়েছে। ধারণা করা হচ্ছে, ফেরিটির কারিগরি ত্রুটি রয়েছে। আমরা তাদের আনুষ্ঠানিকভাবে চিঠি দেবো।’

পদ্মা সেতু প্রকল্পের এক প্রকৌশলী বলেন, ‘আমরা এই ঘটনাটি তদন্ত করছি। এর পেছনে কিছু আছে কি না তা জানতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।’

উল্লেখ্য, আজ সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসা রো রো ফেরি শাহ জালাল পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে আনুমানিক ২০ জন আহত হন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এর সত্যতা নিশ্চিত করেছেন। এর আগেও গত মঙ্গলবার (২০ জুলাই) পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে রো রো ফেরি শাহ মখদুমের ধাক্কা লেগেছিলো।