করোনায় মৃত্যু কমেছে

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১ | আপডেট: ২:২২:অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১

করোনায় একদিনে ১৫৯ জনের মৃত্যু এবং নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫শ’ ৬৬ জন। ৩৭ হাজার ২২৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৪ শতাংশ। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৪ হাজার ৮৭৮ জনের।

এর আগে গতকাল বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে ১৭২ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একদিনে করোনায় সর্বোচ্চ ৫০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম, এই বিভাগে ৩৮ জনের মৃত্যু হয়েছে।