SylhetNewsWorld | বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন - SylhetNewsWorld
সর্বশেষ
 প্রবাসী কল্যাণ মন্ত্রীকে গ্রীস আওয়ামী লীগের সংবর্ধনা পাঁচদিনের সফরে প্রবাসী কল্যাণ মন্ত্রী গ্রিসে পাঁচদিনের সফরে প্রবাসী কল্যাণ মন্ত্রী গ্রিসে স্পেনে বাংলাদেশী শিশুরা স্পানিশ ক্লাবে ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করছে বেগম জিয়ার রোগমুক্তির কামনায় কোকো স্মৃতি সংসদ ইউরোপের দোয়া এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ জামিল ইকবাল দেশের দ্বিতীয় সর্বোচ্চ করদাতা নির্বাচিত স্পেনে স্থানীয় সাংবাদিকদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা মাদ্রিদে গাজীপুর এসোসিয়েশনের নতুন কমিটি গঠন স্পেনে নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার, সদস্য সচিব মোঃ দুলাল সাফা বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশন গঠন

বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন

  |  ০৭:৩৪, জুন ০২, ২০২১

ময়মনসিংহের ভালুকা উপজেলায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই আফাজ উদ্দিন (৩৫) খুন হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামে এ ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, পারিবারিক বিরোধের জের ধরে দুপুরে রমিজ ও তার ছোট ভাই আফাজের ঝগড়া হয়। এ সময় বড় ভাই রমিজ দা দিয়ে ছোট ভাইকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা।

পরে তাকে ঢাকায় নেওয়ার পথে গাজীপুরের নয়নপুর এলাকায় সন্ধ্যা ৭টার দিকে মারা যান আফাজ উদ্দিন।

মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ