সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ব্যারিস্টার সালামের অভিনন্দ

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৪
সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ব্যারিস্টার সালামের অভিনন্দ

 

সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্ঠা ব্যারিস্টার এম.এ সালাম।

এক অভিনন্দন বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্ঠা সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের রেজিমের সময়ে দেশে গণমাধ্যমের স্বাধীনতা ছিলনা, মানুষ মুখ খুলে কথা বলতে পারত না। সাংবাদিকরা সত্য সংবাদ প্রকাশ করতে পারতেন না। সরকারের দুর্ণীতির বিরুদ্ধে প্রতিবেদন প্রস্তুতির সময়ে সাংবাদিক সাগর ও রুনি দম্পতিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর বিচার এখনো হয়নি। সর্বপোরী দেশে মতপ্রকাশের কোন স্বাধীনতা ছিল না। আমি আশা করি, সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সিলেটের অনলাইন সাংবাদিকতা আরো বিকশিত হবে।