সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৪
পূবালী ব্যাংক পিএলসি’র মহাব্যবস্থাপক ও সিলেট প্রিন্সিপাল অফিস প্রধান চৌধুরী মো: শফিউল হাসান বলেছেন, পূবালী ব্যাংক জনগণের সেবা প্রতিনিয়ত করে যাচ্ছে।দেশের শতকরা নব্বই ভাগ মানুষ মুসলমান,সিংহভাগ জনগণের চিন্তা ও আদর্শ ইসলাম।আর সে কারণেই পূবালী ব্যাংক সারাদেশে ইসলামী কর্ণার চালুর উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, আর্থিক খাতে আমাদের কোনো সংকট নেই।পূবালী ব্যাংক ইসলামী কর্ণার চালুর মাধ্যমে ব্যাংকিং খাতে নতুন দ্বার উন্মোচন করেছে।দেশের মানুষের সহযোগিতার ফলে পূবালী ব্যাংক ইতোমধ্যে ১নং ব্যাংকে পরিণত হয়েছে।
তিনি বুধবার সন্ধ্যায় পূবালী ব্যাংক পিএলসি সিলেট বন্দর বাজার শাখার ইসলামী কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। বন্দর বাজার শাখা প্রধান ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার আশীষ রঞ্জন দেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপমহাব্যাবস্থাপক ও সিলেট পূর্বাঞ্চল প্রধান মোঃ ফজলুল কবির চৌধুরী, উপমহাব্যাবস্থাপক ও সিলেট পশ্চিমাঞ্চল প্রধান মোঃ মুশাহিদুল্লাহ,সিলেট আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যাবস্থাপক (পূর্বাঞ্চল) উজ্জল হালদার, সিলেট অনলাইন প্রেস ক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল, বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আবু হুরাইরা নোমান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা প্রধান, মহিলা কলেজ ইসলামিক ব্যাংকিং শাখা।মোঃ কবিরুল ইসলাম,গ্রাহক কবির আহমদ,আনোয়ার হোসাইন আনা মিয়া প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন,শাখার সিনিয়র অফিসার ও অপারেশন ম্যানেজার মো: ইফজালুল হক।অনুষ্ঠান পরিচালনা করেন অফিসার মোঃ রেজা ই সাব্বির।পরে অতিথিবৃন্দ ফিতা কেটে ইসলামী কর্ণার উদ্বোধন করেন। উদ্বোধনের পূর্বে দোয়া করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025