দক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ ২য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬
দক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ ২য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেটের দক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ ডিসেম্বর শনিবার সকালে দাউদপুর ইউনিয়নের তুরুকখলায় অবস্থিত মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজে ২য় মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষায় বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান নাদির আহমদ, মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের প্রিন্সিপাল উজ্জ্বল কুমার সাহা, ম্যানেজিং কমিটির সদস্য এটিএম মাসুদ চৌধুরী, জামিলুর রহমান, উপাধ্যক্ষ কামাল হোসেন। পর্যবেক্ষক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালগঞ্জ কেসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গৌরা পদ দত্ত, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রান্টু রঞ্জন রায়।
পরীক্ষায় ৫৫০ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে অভিনন্দন পত্র প্রদান করেন মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ।
মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার আরো সমৃদ্ধ ও শিক্ষার্থীদের আর্থিকভাবে সহযোগিতা করতে বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ তাঁর নামে মেধাবৃত্তি পরীক্ষা চালু করেছেন। যা নিঃসন্দেহ প্রশংসার দাবী রাখে। এই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে শিক্ষার্থীরা প্রতিযোগিতার মাধ্যমে মেধার বিকাশে স্বাক্ষর রাখবে। বক্তরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ প্রতিফলনে শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের মত দেশের অন্যান্য শিক্ষানুরাগীদেরকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি