বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের গভীর শোক

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের গভীর শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন সাহসী, ত্যাগী ও আপসহীন গণতান্ত্রিক নেত্রীকে হারাল। তাঁর নেতৃত্ব, সংগ্রাম ও দেশপ্রেম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি শুধু রাষ্ট্র পরিচালনাই করেননি, বরং গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। নারীর ক্ষমতায়নে তাঁর অবদান অনস্বীকার্য।”

নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শোকাহত সবাইকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন—আমিন।