সিলেট সংসদীয় ১ আসেন বহাল রাখার দাবিতে ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের স্মারকলিপি প্রদান

Sylhet News World
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৫
সিলেট সংসদীয় ১ আসেন বহাল রাখার দাবিতে ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার : সংসদীয় আসন সিলেট-১ বহাল রাখার দাবিতে দক্ষিণ সুরমার ৩ টি ওয়ার্ডবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বিকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের কাছে স্মারকলিপি প্রদান করেন ৩ ওয়ার্ডের বিশিষ্টজনরা। স্মারকলিপিতে দাবি জানানো হয় নির্বাচনী আসনের সীমানা পুণর্বিন্যাসের ক্ষেত্রে স্থানীয় ভোটারদের সাথে গণ শুনানীর বিধান রয়েছে। কিন্তু সিলেট-১ আসনের ক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডবাসীকে কোন নোটিশ বা গণ শুনানীর সুযোগ না দিয়ে একতরফা ভাবে নির্বাচন কমিশন কর্তৃক উক্ত ওয়ার্ড সমূহকে সংসদীয় আসন সিলেট-১ থেকে কর্তন করে সিলেট-৩ আসনের সহিত অন্তর্ভূক্ত করার প্রস্তাব করা হয়েছে। ফলে এই ৩টি ওয়ার্ডের জনগণ আসন পুণর্বিন্যাসের ক্ষেত্রে নিজেদের মতামত প্রদান করার কোন সুযোগ পাননি। এ ধরনের পদক্ষেপ ‘সংসদীয় আসন সংক্রান্ত সীমানা নির্ধারণ আইন, ২০২১’ এর পরিপন্থী। সিলেট সিটি কর্পোরেশনের এই পুরাতন ওয়ার্ড ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডকে সংসদীয় আসন সিলেট-৩ এ অন্তর্ভুক্তির প্রস্তাবনা বাতিল করে ঐ ৩ টি ওয়ার্ডসকে সংসদীয় আসন সিলেট-১ এ বহাল রাখার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান। স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক, জামাত নেতা মনসুর হোসেন খান, এডভোকেট তাজ উদ্দিন, বিএনপি নেতা মোঃ ইছহাক মিয়া, মুর্শেদ মুকুল, এডভোকেট মাধব চন্দ্র, বিএনপি নেতা আকতার রশিদ চৌধুরী, আফজাল উদ্দিন, সমাজকর্মী শাহেদ আরবী, সুমন আহমদ চৌধুরী, বাবর হোসেন, সাংবাদিক আফরোজ খান, আবু বক্কর সিদ্দিক, সমাজসেবী শামিম আহমদ, লুতফুর রহমান, বিএনপি নেতা উজ্জ্বল রঞ্জন, সালাহউদ্দিন রিমন, যুবদল নেতা শাকিল মোর্শেদ, মোহন বক্স, মাশুক আহম্মদ, আব্দুল হাই, বিএনপি নেতা আফছর আহমদ, আব্দুস সত্ত্বার মশুন, দুলাল আহমদ প্রমুখ।