সিলেট ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের নেতৃবৃন্দের সাথে সৈয়দপুরবাসীর এক মতবিনিময় সভা গত বুধবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের সভাপতি সৈয়দ জিল্লুল হক এর সভাপতিত্বে ও মুফতি সৈয়দ শামীম আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের সাবেক সভাপতি পীর আহমদ কুতুব, মাওলানা সৈয়দ রেজাউল হক, বিশিষ্ট শিল্পপতি মোঃ ফজলু মিয়া, অধ্যাপক সৈয়দ মুহিবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক ও কবি আহমেদ ময়েজ, কাজি সৈয়দ জুনেদ আহমদ, সৈয়দপুর বাজার কমিটির সভাপতি মাওলানা সৈয়দ সানাওয়ার আলী, মাওলানা সৈয়দ তহুর আহমদ তৈফুর, মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, লেখক গবেষক ওবায়দুল হক মছনু, হাফিজ মাওলানা সৈয়দ উজায়েরুল হক মমনু, শাহ শামসুদ্দিন (রহ.) দরগাহ জামে মসজিদের সেক্রেটারি মাওলানা সৈয়দ শাহিদ আহমদ, শিল্পপতি সৈয়দ আব্দুল হাফিজ, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মাওলানা সৈয়দ মুসাদ্দিক আহমদ, সৈয়দপুর যুব পরিষদ ইউকে’র সভাপতি সৈয়দ মাহফুজ আহমদ, প্রভাষক লেখক সৈয়দ আয়েশ মিয়া, যুব পরিষদ সিলেটের সমন্বয়কারী মির্জা আবুল বারাত, আলোকিত সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ইতালি প্রবাসী সৈয়দ হাফিজ উদ্দিন, যুব পরিষদ সিলেটের সাবেক সমন্বয়কারী মাওলানা সৈয়দ আলমগীর গাজি।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ নুর আহমদ, সৈয়দ মোস্তাক আহমদ পাখি, সিদ্দিক মিয়া, ইউকে প্রবাসী সৈয়দ আলাউদ্দিন, সৈয়দ মাছুম, যুব পরিষদ সিলেটের সাবেক সমন্বয়কারী সৈয়দ মুহাদ্দিস , উপ-সমন্বয়কারী সৈয়দ ফারহান, মাওলানা ফরহাদ কোরেশি, সালেহ আহমদ, সৈয়দ মুরাদ, সৈয়দ নাসিম আহমদ, সৈয়দ লিসান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজার বছরের প্রাচীন জনপদ সৈয়দপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামের অতীত ঐতিহ্য, সুনাম ও ইতিহাস রয়েছে। সেইগুলো অনুসরণ করে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করতে হবে। বক্তারা বলেন, সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডন প্রতিষ্ঠালগ্ন থেকে আর্তমানবতার কল্যাণে নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে। দেশের বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহযোগিতার মাধ্যমে সর্বদা পাশে থাকে এই সমিতি। বক্তারা দেশের কল্যাণ ও উন্নয়নে সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডন এর মতো অন্যান্য সামাজিক সংগঠন, সমিতি ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।-বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com