চিকনাগুলে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ান পরিষদের নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫

চিকনাগুলে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ান পরিষদের নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর,গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সকল স্থানে গ্যাস সংযোগ, সকল পাথর,বালু কোয়ারী খুলে দেয়া সহ নানাবিধ বৈষম্যের শিকার বৃহত্তর জৈন্তিয়াবাসীর ১০ দফা ন্যায্য দাবী বাস্তবায়নের লক্ষ্যে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে এক নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের উদ্যোগে শুক্রবার(৩ জানুয়ারি) রাতে স্থানীয় ঘাটেরচটিতে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী মকবুল হোসেন চৌধুরী।পরিষদের যুগ্ম আহ্বায়ক আলহাজ্জ্ব ইসমাইল আলী আশিকের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আহবায়ক এডভোকেট মো. আব্দুল আহাদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব সাংবাদিক গোলজার আহমদ হেলাল, যুগ্ম আহ্বায়ক ডা: মোন্তাজিম আলী,ইলিয়াস আলী সাজু মেম্বার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মাওলানা ওলিউর রহমান,মোঃ বাবুল মিয়া,মোঃ রহমত আলি, মোঃ আব্দুল হক, আলিম উদ্দিন, মোঃ আব্দুল মতিন,মন্টেয়ার,মো: সজিব আলী,আব্দুল খালিক,দিলদার হোসেন,শফিরউদ্দিন, কবির আহমদ,রুবেল আহমদ,ডালিম আহমদ, আকমাল হোসেন,আসিম আহমদ,আলাউদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বৃহত্তর জৈন্তিয়া তথা জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন এবং অবহেলিত,বঞ্চিত ও পিছিয়ে পড়া জৈন্তিয়াবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অরাজনৈতিক সংগঠন বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ ঘটেছে।তারা বলেন, আমরা বৈষম্যের শিকার, শোষণের শিকার। আমাদের সম্পদ দিয়ে সারা দেশের উন্নয়ন হচ্ছে। অথচ বৃহত্তর জৈন্তিয়াবাসী বঞ্চিত ও অবহেলিত।সভায় ১০ দফা ন্যায্য দাবী ও অধিকার বাস্তবায়নের লক্ষ্যে চিকনাগুল ইউনিয়নের সর্বস্তরের নাগরিকদের নিয়ে একটি কমিটি গঠনের ব্যাপারে ব্যাপক আলোচনা করা হয়। আগামী ৮ জানুয়ারি রাত ৮টায় পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।