দেশের সব সিরিজ হবে বঙ্গবন্ধুর নামে: পাপন

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১ | আপডেট: ৬:৪৪:অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ২০২০ সাল থেকেই ক্রিকেটের সকল টুর্নামেন্ট বঙ্গবন্ধুর নামে আয়োজিত হয়ে আসছে। আগামী আয়োজনগুলোও (দেশি-বিদেশি) বঙ্গবন্ধুর নামাঙ্কিত হবে।

বুধবার (১৭ মার্চ) হোম অব ক্রিকেট মিরপুরে জাতির জনকের ১০১তম জন্মদিনে দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে এসে তিনি একথা জানান। বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের পরিকল্পনা সেটাই, যতগুলো আমাদের টুর্নামেন্ট আছে দেশে ঘরোয়া হোক আন্তর্জাতিক সবগুলো বঙ্গবন্ধুর নামে হবে।’

এসময় আসন্ন শ্রীলঙ্কা সিরিজ নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। এপ্রিলের শুরুতে নিউজিল্যান্ড থেকে ফিরেই ওই মাসের মাঝামাঝিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলতে দেশটি সফরে যাওয়ার কথা রয়েছে টাইগারদের। ঠিক তার পরের মাসেই আবার বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে লঙ্কানদের বাংলাদেশ সফরের কথা রয়েছে। কিন্তু হুট করেই দেশব্যাপী করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। তাই এই সিরিজ নিয়েও শঙ্কা বিরাজ করছে।

পাপন বলেন, ‘আগামী সিরিজগুলো নিয়ে শঙ্কা দেখছি না। আমরা তো একবার পেরেছি এই যে ট্রান্সমিশনটাকে কন্ট্রোল করতে আমরা পেরেছি। আমরা চেষ্টা করলে আবারও পারব । আমার ধারণা আমরা মাসখানেকের মধ্যে আবারও আগের জায়গায় ফেরত যেতে পারব তবে সকলের সহযোগিতা দরকার