মানিকগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২১ | আপডেট: ৫:৪৯:অপরাহ্ণ, মার্চ ৬, ২০২১

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অজ্ঞাত পরিচয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার হান্দুলিয়া এলাকায় চেয়ারম্যানের লেবুবাগান থেকে রক্তাক্ত ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স ৩৫/৩৬ হবে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।

সাটুরিয়া থানার ওসি মো.আশরাফুল আলম বলেন, ধারণা করা হচ্ছে শুক্রবার রাতের কোনো এক সময়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

মানিকগঞ্জ জেলা পুলিশের পিবিআই টিম নিহতের পরিচয় শনাক্ত করতে কাজ করছেন। এ ঘটনায় সাটুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাহত রয়েছে।