জামাতাকে পিটিয়ে হত্যা করলো শ্বশুর

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১ | আপডেট: ২:৩৮:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলায় নিজের মেয়ের জামাতাকে পিটিয়ে হত্যা করেছে শ্বশুর। নিহত জামাতার নাম আনছার আলী (৪৯)। শুক্রবার রাতে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেঙ্গুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনছার আলী রংপুরের পীরগঞ্জ উপজেলার ষোলাগাড়ী গ্রামের আজগর আলীর ছেলে। এদিকে এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে টাকা নিয়ে শ্বশুর-জামাতার মধ্যে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে শ্বশুর চান মিয়া আনছার আলীর বুকে ও পেটে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। পরে আহত জামাই আনছার আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পলাশবাড়ী থানার থানার ওসি মো. মাসুদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।