লেগস্পিনার রিশাদ ‘ভবিষ্যতের তারকা’

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, |                          

সাকিব-মিরাজ বা তাইজুল নেই, তবু বাংলাদেশের স্পিন ঘূর্ণিতে খাবি খেল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা।

তিনদিনের প্রস্তুতি ম্যাচে ১৮ বছর বয়সী তরুণ লেগ-স্পিনার রিশাদের ঘূর্ণিজাদুতে নাস্তানাবুদ হয়েছে ক্যারিবীয়রা।

পাঁচ উইকেট নিয়ে উইন্ডিজকে গুঁড়িয়ে দিয়েছেন টেস্ট দলের জন্য বিবেচনায় না থাকা তরুণ লেগ-স্পিনার রিশাদ হোসেন।

শুক্রবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথমদিনে বিসিবি একাদশের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ২৫৭ রানে অলআউট হয় সফরকারীরা। ক্যারিবীয় ব্যাটসম্যানদের মধ্যে অধিনায়ক ক্রেগ ব্রাফেট ছাড়া আর কেউ ভালো করতে পারেননি। তিনি করেছেন ৮৫ রান।

তার মুখেই শোনা গেল তরুণ তুর্কি রিশাদকে নিয়ে প্রশংসা। ব্রাফেট বলেন, ‘লেগ-স্পিনার রিশাদ ভালো বল করেছে। সে খুবই ধারাবাহিক। খুব বেশি টার্ন ছিল না। ছিল ধারাবাহিক। লাইন-লেন্থ ভালো ছিল।’

উইকেট যে স্পিন সহায়ক ছিল না সে কথাও স্বীকার করলেন ব্রাফেট। উইকেট ছিল পেস সহায়ক। এমন উইকেটেও ৭৫ রানে পাঁচ উইকেট নিলেন রিশাদ! বিষয়টি অবশ্যই প্রশংসনীয়। দিনের সফলতম বোলার রিশাদই।

প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়দের ব্যাটিংয়ের কথা মাথায় রেখে বিসিবি একাদশে কোনো বিশেষজ্ঞ স্পিনার রাখা হয়নি। শুরুর ১১ জনে ছিলেন না রিশাদও। প্রস্তুতি ম্যাচে সুনির্দিষ্ট একাদশের ব্যাপার না থাকায় রিশাদ মাঠে নামেন মধ্যাহ্নভোজের একটু আগে। আর সেই রিশাদই দেখালেন চমক।

উদীয়মান এই লেগস্পিনারকে ‌‘ভবিষ্যতের তারকা’ ভাবছেন অনেকে। তা ভাবাই স্বাভাবিক এখন।