ভাসানচর যাচ্ছেন আরো তিন হাজার রোহিঙ্গা

প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, |                          

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প আরও প্রায় তিন হাজার রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেয়া হচ্ছে। এটি তৃতীয় দফায় স্থানান্তর।

আজ বৃহস্পতিবার দুপুর থেকে এসব রোহিঙ্গাকে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। শুক্রবারও এ প্রক্রিয়া চলবে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসু দ্দৌজা নয়ন।

উল্লেখ্য, এর আগে গত ৪ঠা ডিসেম্বর প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন এবং ২৯শে ডিসেম্বর দ্বিতীয় ধাপে ১ হাজার ৮০৪ জনসহ মোট ৩ হাজার ৪৪৭ জন রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়।