জাফলং এর ইউসুফ পাঁচ বছর থেকে কক্সবাজারে মানসিক ভারসাম্য

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১ | আপডেট: ৮:৩৫:অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১

এই ছেলেটির নাম মো. ইউসুফ আলী, বয়স আনুমানিক ১৫-১৬ বছর হবে। ঠিকানা বলতে শুধু মায়ের নাম শেফালি এবং তার বাড়ি জাফলং এর চেয়ে বেশিকিছু সে বলতে পারেনা।
সে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে যে কোন দুর্ঘটনা বশত…মানসিক ভারসাম্য হারিয়ে কক্সবাজারের টেকনাফ থানার শামলাপুর এলাকায় চলে যায়।
সেখানকার শহীদ নামের এক ভদ্রলোক মানসিক ভারসাম্যহীন অবস্থায় ইউসুফকে পেয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে ওনার বাড়িতে আশ্রয় দেন।
এবং ওই ভদ্রলোক তার সাধ্য মোতাবেক ইউসুফের চিকিৎসাও করান।
এরপর থেকে গত প্রায় পাঁচ বছর ধরে ইউসুফ শহীদ নামের ওই ভদ্রলোকের পরিবারের সদস্য হিসেবে তাদের বাড়িতেই রয়েছে। ওই পরিবারের লোকজনের যত্ন-আত্তিতে বর্তমানে ইউসুফের শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হলেও মানসিক অবস্থাটা আগের মতোই ভারসাম্যহীন রয়েছে।
ওনার ধারণা ছেলেটি যদি তার মা-বাবাকে ফিরে পায় তাহলে, হয়তো মানসিক দিক দিয়েও সে পরিপূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে। তাই এই ছেলেটিকে যদি কেউ চিনে থাকেন তাহলে দয়া করে তার বাবা-মায়ের সন্ধান দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।