শামলাপুর ২৩ নং ক্যাম্পের ৬৬৭জন রোহিঙ্গাকে ২য় দফায় হস্তান্তর

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, |                          

 

আজিজ উল্লাহ, টেকনাফঃ

টেকনাফ বাহারছড়া শামলাপুর ২৩ নং রোহিঙ্গা শিবির থেকে ১৪১ পরিবারের ৬৬৭জন রোহিঙ্গা ১৯ নং ক্যাম্পসহ অন্য ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪জানুয়ারি) বিকাল ২.০০ টার দিকে শামলাপুর ২৩ নং রোহিঙ্গা শিবিরের বিভিন্ন ব্লক হতে অন্যান্য ক্যাম্পে যেতে ইচ্ছুক ১৪১ টি পরিবারের ৬৬৭জন রোহিঙ্গা সদস্য আরআরআরসি অফিস কর্তৃক প্রদানকৃত ৯টি বাস ও ১০টি ট্রাক যোগে উখিয়া উপজেলার কুতুপালং এবং বালুখালীর বিভিন্ন ক্যাম্পে গমন করেছে। এর মধ্যে যে সব ব্লক থেকে রোহিঙ্গারা ক্যাম্প ক্লোজ করে গেছেন তা হচ্ছে

ক-ক্যাম্প১৯ এ গেছে-৯৫ পরিবার-৪৫৭ জন!
খ-ক্যাম্প ৪ এ ৪৬ পরিবার ২১০ জন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, কতিপয় রোহিঙ্গা পূর্ব পাড়ে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করে বাহারছড়ায় পাহাড়ি পাদদেশে অবস্থিত ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু কিছু রোহিঙ্গা বাড়িতে পালিয়ে থাকে এতে করে তাদের
অপরাধ আরো বৃদ্ধি পায় তাই রোহিঙ্গাদের ক্যাম্পের মধ্যে রাখতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।