রাজধানীতে গভীর রাতে সড়কে পড়ে ছিল বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ

Jaber Jaber

Ahmed

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, |                          

রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড় সড়ক থেকে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিনগত রাত দেড়টার দিকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

নিহত ওই ছাত্রীর নাম আশা (২২)। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) লেখাপড়া করতেন।

তার মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি সড়কে কোনো গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন না তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে দারুসসালাম থানার এসআই সোহান আহমেদ জানান, সোমবার রাত দেড়টার দিকে ওই তরুণীর লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় তিনি মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়া ঘটনা অনুসন্ধানে আমরা আজ আবার ঘটনাস্থলে যাচ্ছি।

এসআই সোহান আরও বলেন, চাকরির পাশাপাশি একটি বেসরকারি বায়িং হাউসে চাকরি করতেন ওই তরুণী। বিকাল ৩টা রাত ১১টা পর্যন্ত তার ডিউটি ছিল।

নিহত আশার বাবার নাম আবুল কালাম। থাকতেন রূপনগর ২০ নম্বর রোডের ৩৭ নম্বর বাসায়।