টেকনাফে ইয়াবার পাশাপাশি মদের চালান বহনকারী আটক

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০ | আপডেট: ৬:৫২:অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০

 

আজিজ উল্লাহ,টেকনাফ:

টেকনাফে ইয়াবা চোলাচালানের পাশাপাশি চলছে মদের চালানও সেরূপ বাহারছড়া তদন্ত কেন্দ্রের
পুলিশ অভিযান চালিয়ে বাংলা মদসহ একজন মদ বহনারীকে আটক করছে।

জানা যায়, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬.০০ টার দিকে বাহারছড়া নোয়াখালী পাড়া স্থানীয় ছেফর মিয়ার বাড়ির পাশ্ববর্তী রাস্তার উপর থেকে পাচারের সময় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদের নেতৃত্বে এসআই গোলাম মুরশেদ,এআইএআই জামাল মীরসহ সংগীয় ফোর্সের সহায়তা তল্লাশি চালিয়ে দক্ষিণ শিলখালী চৌকিদার পাড়া এলাকার নুর মোহাম্মদের পুত্র হাফেজ আহমেদ(২২)কে ১৪ লিটার মদ বহন করা অবস্থায় আটক করা হয়েছে।তার বিরুদ্ধে বিভিন্ন সময় মদ পাচারের অভিযোগ করেছে স্থানীয়রা।

তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ মদসহ তাকে আটকের বিষয়ে নিশ্চিত করেন।তিনি বলেন,” বাহারছড়ায় ইয়াবাসহ সব ধরনের মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।আটককৃত মদ বহনকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট টেকনাফ মডেল থানায় মাদক নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে”।

আজিজ উল্লাহ,
টেকনাফ।
২৯ ডিসেম্বর ২০২০