আফগান পরিস্থিতি নিয়ে কাতারের সঙ্গে আলোচনা যুক্তরাজ্যের

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, |                          

আফগান পরিস্থিতি নিয়ে কাতারের সঙ্গে আলোচনা করছে যুক্তরাজ্য। এর অংশ হিসেবে বৃহস্পতিবার দোহা সফরে যাচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। সেখানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি-র সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ডমিনিক রাবের সফরে কাবুল বিমানবন্দর ফের চালু করা এবং স্থল সীমান্তের মাধ্যমে বিদেশি নাগরিক ও আফগানদের নিরাপদে দেশ ছাড়ার বিষয়টি মূল এজেন্ডায় থাকবে।

সফরে কাতারি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন ডমিনিক রাব। কথা বলবেন কাতার থেকে পরিচালিত যুক্তরাজ্যের আফগান দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গেও।