গণটিকার দ্বিতীয় ডোজ শুরু ৭ সেপ্টেম্বর

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২১ | আপডেট: ৪:০১:অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২১

দেশজুড়ে গণটিকাদান কার্যক্রমে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার খুরশীদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার কেন্দ্রীয় ঔষধাগার মিলনায়তনে প্রবাসী বাংলাদেশের উপহার হিসেবে প্রাপ্ত ভেন্টিলেটর বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজ শুরুর আগে দেশে আরও টিকা আসবে জানিয়ে ডা. খুরশীদ আলম বলেন, গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজ দিতে কোনো সমস্যা হবে না।

ডা. খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় ঔষধাগারের মহাপরিচালক আবু হেনা মোরশেদ, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতালবিষয়ক পরিচালক ফরিদ উদ্দিন মিয়াসহ অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপহার হিসেবে প্রবাসী বাংলাদেশের কাছ থেকে পাওয়া ৫৬১টি ভেন্টিলেটরের মধ্যে ৩০০টি বিতরণ করে স্বাস্থ্য অধিদপ্তর।