৪ ঘণ্টার চেষ্টায় বনানীর আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০২১ | আপডেট: ৯:১০:পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০২১

রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় ছয়তলা একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস কর্মীদের দীর্ঘ ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কট্রোল রুম থেকে আরটিভি নিউজকে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে সকাল ৯টা ১০ মিনিটে ভবনটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে। দীর্ঘ চার ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুনের সূত্রপাতের পরই ভবনটির ভেতরে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়। ফলে আগুন নেভাতে দীর্ঘ সময় লেগেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রোজিনা বেগম।

কীভাবে ভবনটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।