উত্তর সিটিতে পশু জবাইয়ের জন্য ২৭০ স্থান নির্ধারণ

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, |                          

কোরবানির ঈদে পশু জবাইয়ের জন্য ২৭০টি স্থান নির্ধারণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

মঙ্গলবার (১৩ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘এবার ৫৪টি ওয়ার্ডে ২৭০টি স্থান পশু কোরবানির জন্য ঠিক করেছি। সেই সাথে ৭শ জন ইমাম ও এক হাজার জন মাংস প্রস্তুতকারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিতরণ করা হবে ছয় লাখ পলি ব্যাগ ।

খামারিদের সাথে কথা বলে ছয় ফুট পর পর গরু বাঁধার নির্দেশনা দিয়েছি। নয়টি হাটে দুই হাজার স্বেচ্ছাসেবক যুক্ত করেছি। মাস্ক নিয়ে ক্যাম্পিং করা হবে প্রতিটি হাটে। প্রতি হাটে আটজন করে কাউন্সিলরকে যুক্ত করেছি হাট মনিটরিং করার জন্য।

ক্রেতা বিক্রেতাদের সামাজিক দুরুত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে বাজারে আসার আহবান জানান আতিকুল ইসলাম।

ঢাকার দুই সিটিতে আগামী ১৭ জুলাই থেকে ১৮টি গরুর হাট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে উত্তরে সারুলিয়ায় ১টি ও দক্ষিণে গাবতলীতে ১টি করে স্থায়ী হাটসহ মোট ১৮টি কোরবানি হাট বসার সিদ্ধান্ত হয়েছে।

হাট চলবে ঈদের দিন সকাল পর্যন্ত চলবে। অর্থাৎ ২১ জুলাই পর্যন্ত।