ঢাকায় বিধিনিষেধ অমান্য করায় গ্রেপ্তার ৭৯১

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, |                          
ঢাকায় বিধিনিষেধ অমান্য করায় গ্রেপ্তার ৭৯১

করোনা সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৭৯১ জনকে গ্রেপ্তার এবং ২১২ জনকে ১ লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১০ জুলাই) লকডাউনের দশম দিনে তাদের গ্রেপ্তার ও জরিমানা করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগ রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারি, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৭৯১ জনকে গ্রেপ্তার এবং মোবাইল কোর্টের মাধ্যমে ২১২ জনকে ১ লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে, ডিএমপি ট্রাফিক কর্তৃক ৩৬১টি গাড়িকে ৯ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।