টাঙ্গাইলে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে করোনা, মৃত্যু ৭

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, |                          

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১৩ জন। এ ছাড়াও আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু ১৩৫ জন।

এ দিকে শহর ছাড়াও প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ঘরে ঘরে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। নমুনা দিলেই তাদের পজিটিভ আসছে। এতে গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। জেলায় সামাজিক সংক্রমণ শুরু হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সোমবার সকাল ৬টা হতে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৭১৩ জনের নমুনা পরীক্ষা করে ৪১৩ জন আক্রান্ত বলে শনাক্ত হয়।
আক্রান্তের হার ৫৭ দশমিক ৯২ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৪৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক খন্দকার সাদিকুর রহমান জানান, হাসপাতালে করোনা পজিটিভ ৭৮ জন ও উপসর্গ নিয়ে ৬৫ জন মোট ১৪৩ রোগী ভর্তি রয়েছে।

হাসপাতালে দিন দিন করোনা রোগী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আক্রান্ত ব্যক্তিরা শেষ মুহূর্তে হাসপাতালে আসছেন। অনেক রোগীর অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক নিচে থাকে। এসব রোগীদের অক্সিজেন দেয়ার জন্য হাইফ্লো নাজাল ক্যানুলা প্রয়োজন হয়।

হাসপাতালে অন্তত ২৫ টি হাইফ্লো নাজাল ক্যানুলা থাকলে এই রোগীদের যথাযথভাবে সেবা দেওয়া যেতো। হাইফ্লো নাজাল ক্যানুলা রয়েছে ১২ টি। এর মধ্যে চারটি অকেজো। মাত্র আটটি হাইফ্লো নাজাল ক্যানুলা দিয়ে বিপুল সংখ্যক গুরুতর রোগীকে সেবা সম্ভব হচ্ছে না।