আজ শুরু কোপা উৎসব

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, |                          

মৃত্যু, হাহাকার, দমবন্ধ করা লকডাউন… করোনা মহামারির এই কঠিন সময়ে ক্ষণিকের জন্য বুক ভরে শ্বাস নিতে উৎসবের উপলক্ষ্য দরকার ছিল বিশ্ববাসীর। ইউরোপের মানুষের মুখে আবার হাসি ফেরানোর উপলক্ষ্য হয়ে শুক্রবার শুরু হয়েছে মহাদেশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের আসর ইউরো চ্যাম্পিয়নশিপ। এবার সব সংশয় কাটিয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় কোপা আমেরিকা।

ব্রাজিলে আজ শুরু হচ্ছে লাতিন ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই। ইউরো ঘিরে গোটা ইউরোপে যেমন উৎসবের আবহ, কোপা নিয়ে এবার সেই উন্মাদনা নেই দক্ষিণ আমেরিকায়। উল্টো মহামারির মধ্যে এই ফুটবল যজ্ঞের আয়োজন জনমনে প্রবল অসন্তোষ তৈরি করেছে। আয়োজক দেশ ব্রাজিলের ফুটবলাররাই শুরুতে কোপা বয়কটের হুমকি দিয়েছিলেন। কোপার ভাগ্য গড়িয়েছিল আদালতে। শেষ পর্যন্ত দূর হয়েছে সব বাধা।

আয়োজকদের প্রত্যাশা, মাঠের লড়াই শুরু হলেই মানুষের মনে স্বস্তি ফিরিয়ে উৎসবের উপলক্ষ্য হয়ে উঠবে কোপা আমেরিকা। বাংলাদেশ সময় আজ রাত ৩টায় ব্রাজিল-ভেনিজুয়েলা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সেই উৎসব।

২০১৯ সালে কোপার সবশেষ আসরও বসেছিল ব্রাজিলে। সেবার নেইমারকে ছাড়াই চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিকরা। নেইমার আগুনে ফর্মে থাকায় এবারও শিরোপার বড় দাবিদার ভাবা হচ্ছে তিতের ব্রাজিলকে। ‘বি’ গ্রুপে ব্রাজিলের চার প্রতিপক্ষ কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর ও পেরু। ‘এ’ গ্রুপে আরেক ফেভারিট আর্জেন্টিনার সঙ্গে রয়েছে বলিভিয়া, উরুগুয়ে, চিলি ও প্যারাগুয়ে। দুই গ্রুপ থেকে চারটি করে দল কোয়ার্টার ফাইনালে উঠবে। খেলা হবে ব্রাজিলের চার শহরের পাঁচ ভেন্যুতে।

১০ জুলাই মারাকানায় ফাইনাল। আগামীকাল রাত ৩টায় চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কোপায় আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপাখরা কাটানোর অভিযান। বার্সেলোনার জার্সিতে ইতিহাস রাঙানো সর্বকালের সেরাদের একজন লিওনেল মেসির জাতীয় দলের হয়ে অর্জন এখনও শূন্য। তিনবার কোপার ফাইনালে খেললেও শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনা অধিনায়কের। এবারের কোপাই হয়তো মেসির শিরোপার হাহাকার ঘোচানোর শেষ সুযোগ। মেসি, নেইমার, সুয়ারেজদের পাশাপাশি আরও অনেকের দিকেই চোখ থাকবে।

কোপা আমেরিকার সূচি

গ্রুপ-এ : আর্জেন্টিনা, বলিভিয়া, উরুগুয়ে, চিলি, প্যারাগুয়ে

গ্রুপ-বি : ব্রাজিল, কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর, পেরু

গ্রুপ পর্বের ম্যাচ

তারিখ ম্যাচ ভেন্যু বাংলাদেশ সময়

১৩ জুন ব্রাজিল ও ভেনিজুয়েলা ব্রাসিলিয়া রাত ৩টা

১৪ জুন কলম্বিয়া ও ইকুয়েডর কুইয়াবা ভোর ৬টা

১৪ জুন আর্জেন্টিনা ও চিলি রিও ডি জেনিরো রাত ৩টা

১৫ জুন প্যারাগুয়ে ও বলিভিয়া গোইয়ানিয়া ভোর ৬টা
১৭ জুন কলম্বিয়া ও ভেনিজুয়েলা গোইয়ানিয়া রাত ৩টা

১৮ জুন ব্রাজিল ও পেরু রিও ডি জেনিরো ভোর ৬টা

১৮ জুন চিলি ও বলিভিয়া কুইয়াবা রাত ৩টা

১৯ জুন আর্জেন্টিনা ও উরুগুয়ে ব্রাসিলিয়া ভোর ৬টা

২০ জুন ভেনিজুয়েলা ও ইকুয়েডর রিও ডি জেনিরো রাত ৩টা

২১ জুন কলম্বিয়া ও পেরু গোইয়ানিয়া ভোর ৬টা

২১ জুন উরুগুয়ে ও চিলি কুইয়াবা রাত ৩টা

২২ জুন আর্জেন্টিনা ও প্যারাগুয়ে ব্রাসিলিয়া ভোর ৬টা

২৩ জুন ইকুয়েডর ও পেরু গোইয়ানিয়া রাত ৩টা

২৪ জুন ব্রাজিল ও কলম্বিয়া রিও ডি জেনিরো ভোর ৬টা

২৪ জুন বলিভিয়া ও উরুগুয়ে কুইয়াবা রাত ৩টা

২৫ জুন চিলি ও প্যারাগুয়ে ব্রাসিলিয়া ভোর ৬টা

২৭ জুন ব্রাজিল ও ইকুয়েডর গোইয়ানিয়া রাত ৩টা

২৭ জুন ভেনিজুয়েলা ও পেরু ব্রাসিলিয়া রাত ৩টা

২৯ জুন বলিভিয়া ও আর্জেন্টিনা কুইয়াবা ভোর ৬টা

২৯ জুন উরুগুয়ে ও প্যারাগুয়ে রিও ডি জেনিরো ভোর ৬টা