সিলেট ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪
‘পুষ্পা’র পর ‘পুষ্পা ২’ যেন ভারতীয় সিনেমায় ইতিহাস ভাঙার ইতিহাস রচনা করতে এসেছে। অগ্রিম বুকিংয়ের রেকর্ড, সর্বোচ্চ দামে টিকিট বিক্রির রেকর্ড, প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙেছে আগেই। মুক্তির পর ১১ দিনে বিশ্বব্যাপী ১ হাজার ৩০০ কোটি রুপির ব্যবসা করেছে এ সিনেমা! মুক্তির পর দ্বিতীয় সপ্তাহে পড়লেও এখনো ‘পুষ্পা ২’ নিয়ে উন্মাদনা থামেনি। ভাটা পড়েনি বিক্রিতেও। তাই অচিরেই ছবিটি দুই হাজার কোটির ক্লাবে নাম লেখাবে—এ ভবিষ্যদ্বাণীও করছেন অনেকে। কিন্তু কেমন হলো বহুল চর্চিত এ সিনেমা?
‘পুষ্পা’র গল্প যেখান থেকে শেষ হয়েছিল, ‘পুষ্পা ২’ শুরু সেখান থেকে। পরিচালক সুকুমার আগের পর্বের সব ধামকা যেন কয়েক গুণ করে ফেরত দিয়েছেন এই সিনেমায়। আকাশ, পাহাড়, সমুদ্র—গল্পের প্লটে কোনো জায়গা ছাড় পায়নি। বরং নতুনরূপে তুলে ধরেছেন মাইথোলজি, যেটা হয়ে উঠেছে ‘পুষ্পা ২’ সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্যে। সামনে এনেছেন প্রথার বাইরের এক গ্যাংস্টারকে। নেতিবাচক চরিত্র হয়েও যে আলাদাভাবে চোখে পড়তে বাধ্য।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com