সিলেট ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪
ক্রমে উজ্জ্বল হয়ে উঠছেন বলিউডের উঠতি তারকা অনন্যা পাণ্ডে। একের পর এক কাজ, মঞ্চে উপস্থিতি তাকে প্রিয় করে তুলছে মানুষের কাছে। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয়। তারপর একের এক কাজ করে নিজেকে চৌকস করে তুলছেন তিনি। তার বাবা ভারতীয় অভিনেতা চাঙ্কি পান্ডে একসময় অভিনয় করেছেন বাংলাদেশের ছবিতে। এমনকি হানিমুনও করেছেন এখানে।
তবে অনন্যার জন্মের পর থেকে চাঙ্কির ক্যারিয়ার আর আগের মতো ছিল না। একসময় নায়ক হিসেবে অভিনয় করা চাঙ্কিকে রীতিমতো ‘যে কোনো’ কাজ খুঁজতে হয়েছে। জন্মের পর থেকেই অনন্যা দেখেছেন তার বাবার ক্যারিয়ারের উত্থান-পতন। জ্ঞান হওয়ার পর দেখেছেন, তার বাবার ক্যারিয়ার শেষ। বাবার লড়াই থেকে অনেক কিছু শিখেছেন এই অভিনেত্রী।
বাংলাদেশে হানিমুন করেছেন ভারতীয় এই তারকার মা-বাবা
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com