
যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাস দেখা দেয়ার কারণে বিশ্বের বিভিন্ন দেশ তাদের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রাখলেও বাংলাদেশ এখনো অব্যাহত রেখেছে। লন্ডন থেকে প্রতি সপ্তাহে দুটি ফ্লাইট সিলেট আসে। ইতোমধ্যে গত একমাসে যুক্তরাজ্য থেকে প্রায় দেড় হাজার যাত্রী এসে সিলেটে পৌছেঁছেন। এ জন্য সিলেটে করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ার ঝুঁকি দেখছেন সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে এক ধরণের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সিলেটে।
রোগ যাতে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক উদ্যোগ।