বানিয়াচংয়ে জলমহালের দখল নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত

প্রকাশিত: ৪:১৩ পূর্বাহ্ণ, |                          

বানিয়াচংয়ে জলমহালের দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার বড়কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরে চারজনকে আটক করেছে পুলিশ। এছাড়া গ্রেফতার আতঙ্কে আহতরা বিভিন্ন স্থানে গোপনে চিকিৎসা নিচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রামের আরজ আলী এবং চনু মিয়ার মধ্যে একটি জলমহালের দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শনিবার দুপুরে তাদের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষ থেমে যায়। পরে আহতরা সদর আধুনিক হাসপাতালে গেলে সেখান থেকে চার দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ।

তারা হলেন, জমশের আলী, গিয়াস উদ্দিন, ছাত্তার মিয়া ও আদর মিয়া। এ খবর পেয়ে গ্রেফতার আতঙ্কে অন্য আহতরা হাসপাতালে না গিয়ে বিভিন্ন স্থানে গোপনে চিকিৎসা নেয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। হাঙ্গামাকারী বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।