কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে গ্রিস ছাত্রলীগের মানববন্ধন

Jaber Jaber

Ahmed

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, |                          

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে গ্রিস ছাত্রলীগের মানববন্ধন
গ্রীস প্রতিনিধি: কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গ্রিস ছাত্রলীগের মানববন্ধন করেছে।

৮ ডিসেম্বর গ্রীসের রাজধানী এথেন্সে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া পার্কে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ গ্রীস শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মুমিন খাঁন , যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ সজীব মাতুব্বর,ছাত্রলীগ নেতা, মোঃশামীম আহমেদ মোঃরাজু হাওলাদার, মোঃ আকাশ খাঁন, তোফায়েল আহমদ রনি, শাওন সরদার, তারেক আহমদ, নাঈম মাতুব্বর, জয়নুদ্দিন জয়, আজাদ বেপারী, সিয়াম আহমেদ প্রমুখঃ গ্রীস ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন মৌলবাদের বিরুদ্ধে এখনি রুখে দাঁড়াবার সময়। জাতির জনকের বিষয়ে কোনো আপস হবে না, মূর্তি আর ভাস্কর্য এক নয়, পৃথিবীর অনেক দেশে ভাস্কর্য রয়েছে, মুসলিম দেশ গুলোতেও রয়েছে তাই ধর্মের নামে দোহাই দিয়ে চলবেনা। এগুলো সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের চক্রান্ত তাই
অস্তিত্বের প্রশ্নে আপোষ নয়। আর নয় প্রতিরোধ এবার হবে প্রতিশোধ।

ছাত্রলীগের একটা গৌরব উজ্জ্বল ইতিহাস আছে।
লাল- সবুজের প্রতাকা ছিনিয়ে আনতে ছাত্রলীগের সতেরো হাজার নেতা-কর্মী জীবন দিয়েছে।

মামুনুল হকের মতো এরকম ধর্ম ব্যবসায়ী’দের রুখে দিতে এক ছাত্রলীগ এই যথেষ্ট। জাতির
পিতার ডাকে সাড়া দিয়ে যেমন মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন। সেই মহান বাঙালি জাতির পিতার নামের উপর আঘাত আসলে পাল্টা আঘাত ও করতে জানে ছাত্রলীগ।