রাশেল আহমদ ইমনের আইফোন হারিয়ে গেছে

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জুন ৮, ২০২২

রাশেল আহমদ ইমনের আইফোন হারিয়ে গেছে

সিলপটের গোয়ালা বাজার একারাই গ্রামের আব্দুল নূর এর ছেলে রাশেল আহমদ ইমনের মোবাইল আইফোন হারিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। কোতোয়ালি মডেল থানার জিডি সূত্রে জানা যায় গত ০৭/৬/২০২২ ইং তারিখ মঙ্গলবার বিকাল ৫ টার দিকে রাশেল আহমেদ ইমন সুরমা পয়েন্ট থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে সুরমা টাওয়াররের সামনে যাওয়ার পথে তার ব্যবহ্নত iPhone 7 যার iMEi NO.356390105503168 এবং সংযোগ নং০১৬৪৪-১৪২৪৩৯,হারিয়ে যায়। অনেক খুজাখুজি করে মোবাইল ফোনটির কোন সন্ধান না পেয়ে গত ০৭/৬/২০২২ ইং সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানা,এসএমপিতে হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি করেন যাহার নং-(৮০১)।

এ সংক্রান্ত আরও সংবাদ