উলামা মাশায়েখ পরিষদ সিলেটের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, |                          

উলামা মাশায়েখ পরিষদ সিলেটের নেতৃবৃন্দ বলেছেন, মহানবী (সাঃ) মানবতার মুক্তিদূত। দুনিয়ার মুমিন মুসলমানেরা রাসুল (সাঃ) কে তাদের জীবনের চাইতে বেশী ভালবাসে। স¤প্রতি ভারতে বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা ও বিজেপির দিল্লি মিডিয়া অপারেশন প্রধান নবীন কুমার জিন্দাল মহানবী (সাঃ) ও মা আয়েশা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে কটুক্তি করার মাধ্যমে মুসলিম উম্মাহর বুকে চুরিকাঘাত করেছে। এর পরিনতি ভাল হবেনা। ভারত সরকার রাসুল (সাঃ) কে অবমাননার জন্য শুধু বহিস্কার ও মামলা দিয়ে পরিস্তিতি শান্ত করার কৌশল করছে। ভারতকে অবশ্যই রাসুল (সাঃ) কে অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বিক্ষুব্ধ মুসলিম উম্মাহের ক্ষোভের আগুনে ভারতের মুসলিম বিদ্বেষী বিজেপি সরকার পুড়ে ছারখার হয়ে যাবে।

বক্তারা বলেন, ভারতে রাসুল (সাঃ) কে অবমাননায় পুরো মুসলিম বিশ^ ক্ষুব্ধ বিক্ষুব্ধ হলেও শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশের সরকারের নিরবতায় মুসলিম জনতা বিস্মিত হয়েছে। সরকারকে অবশ্যই এর রাষ্ট্রীয়ভাবে এর জোরালো প্রতিবাদ করতে হবে। রাসুল (সাঃ) এর অবমাননাকারীদের বিরুদ্ধে সরকারের নিরবতা কোন মুমিন মুসলমান মেনে নিতে পারেনা। সরকারকে এই বিষয়টি উপলব্ধি করে রাষ্ট্রীয়ভাবে এর জোরালো প্রতিবাদ জানাতে হবে। অন্যথায় বাংলাদেশের মুসলমানের ক্ষোভ প্রশমিত হবেনা।

শুক্রবার বাদ জুমআ নগরীর সিটি পয়েন্টে ভারতে রাসুল (সাঃ) কে অবমাননার প্রতিবাদে উলামা মাশায়েখ পরিষদ আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। উলামা মাশায়েখ পরিষদ সিলেটের সভাপতি অধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্ববর্তী ও পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, সেক্রেটারি ড. মাওলানা এ এইচ এম সোলায়মান, সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ অলিউর রহমান সিরাজী ও ইসলামী চিন্তাবিদ শায়খ সাঈদ নূরুজ্জামান মাদানী।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি আলী হায়দার, মাওলানা মাসুক আহমদ, মাওলানা মুশাহিদ আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা মখছুছুল করীম চৌধুরী, মাওলানা আসাদুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান সিদ্দিকী, মাওলানা শওকত আলী, ক্বারী আব্দুল বাসিত, হাফিজ আব্দুল আহাদ ও মাওলানা আলী আক্কাস মোল্লা প্রমুখ।