সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২১
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের ভোটগ্রহণ শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে ২২টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৪ জন প্রার্থী। এদের মধ্যে ট্রেড ও গ্রুপ ক্যাটাগরিতে ইতোমধ্যে ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অর্ডিনারী ও এসোসিয়েট ক্যাটাগরিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১১টার দিকে শেষ হয় এসোসিয়েট ক্যাটাগরির ভোট গণনা।
এই ক্যাটাগরিতে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ৪ জন এবং সিলেট ব্যবসায়ী পরিষদের ২ প্রার্থী পরিচালক হিসেবে বিজয়ী হয়েছেন।
সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে নির্বাচিতরা হলেন- তাহমিন আহমদ (৬৫৭ ভোট), মুজিবুর রহমান মিন্টু (৬৫৭ ভোট), ওয়াহিদুজ্জামান চৌধুরী (৬১২ ভোট), কাজী মো. মুস্তাফিজুর রহমান (৬০৭ ভোট)।
আর সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে নির্বাচিতরা হলেন- জিয়াউল হক (৫৭০ ভোট) এবং সানোয়ার হোসেন ছেদু (৫৪০ ভোট)।
Chief Editor : Afroz Khan
Editor: Sunny Ahmed
Executive editor: Mohammed Taizul islam,
Message editor : Shahan Shah Ahmed
Call: +88 01995-019920
Office : West World Shopping City (7nd Floor), Zindabazar, Sylhet 3100
Email : info.Sylhetnewsworld@gmail.com
Web : www.SylhetNewsWorld.com