রাজধানীর হাসপাতালগুলোতে ২৪ ঘন্টায় ৭০ ডেঙ্গু রোগী ভর্তি

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, |                          

রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৭০ জন। আর চলতি মাসের ১২ দিনে মোট রোগী ভর্তি হয়েছেন ৪২৫ জন।

বর্তমানে সারাদেশে হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ২০৯ জন। তাদের মধ্যে ২০৮ জনই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।