ইসরাইলকে উড়িয়ে দিল পর্তুগাল

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, |                          

ইসরাইলকে উড়িয়ে ইউরো ২০২০ আসরের প্রস্তুতি সারল পর্তুগাল।

লিসবনের এস্তাদিও জোসে আল্ভালাদে স্টেডিয়ামে বুধবার রাতে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ৪-০ গোলে জিতেছে ইউরোর গতবারের চ্যাম্পিয়নরা।

ম্যাচে এক কথায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দলের কাছে পাত্তাই পায়নি ইসরাইল।

পুরো ম্যাচে আক্রমণে একচেটিয়া আধিপত্য ছিল পর্তুগালের। গোলের উদ্দেশে পর্তুগাল শট নিয়েছে ১৯টি। এর ৮টি ছিল লক্ষ্য বরাবর, যার চারটিকে প্রতিহত করতে পারেনি ইসারাইলি গোলরক্ষক।

আর ইসরাইল গোলপোস্ট বরাবর শট নিতে পেরেছে মাত্র ৪টি। তবে এরমধ্যে তিনটিইকে ঠেকানোর কোনো প্রয়োজন পড়েনি পর্তুগিজ গোলরক্ষকের।

প্রথম মিনিটেই ইসরাইল শিবিরে কাঁপন ধরিয়ে দেন রোনাল্ডো। গোলরক্ষক কোনোমতে তা ঠেকিয়ে দেন। ১৬তম মিনিটে ফের্নান্দেসের শট ঠেকান ইসরাইলের গোলরক্ষক।

এভাবে পর্তুগালের একের পর এক আক্রমণ প্রতিহত করে প্রথমার্ধের ৪০ মিনিট পর্যন্ত দলকে বাঁচিয়ে রাখেন।

অনেকটাই হাঁপিয়ে ওঠেন তিনি। যা বোঝা যায় পরের তিন মিনিটে। ওই তিন মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি মুঠোয় নেয় পর্তুগাল।

৪২তম মিনিটে ডান দিকে থেকে কানসেলোর পাসে ডান পায়ের নিচু শটে জালে বল জড়িয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ফের্নান্দেস।