সিলেট ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, মে ১৬, ২০২৫
বিদেশি শিক্ষার্থীরা নিজ নিজ দেশে কর্মক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখছে বলে জানিয়েছেন সিকৃবি ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম । ছোট বড় টিলা ঘেরা সবুজ- শ্যামল ছায়া সুনিবিড় ক্যাম্পাস হিসেবে পরিচিতি পাওয়া আধুনিক কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণের বাতিঘর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় দেশিয় শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন দেশের শিক্ষার্থীদের ভাল লাগার চারণভূমি হয়ে উঠছে। যার ধারাবাহিকতায় বিদেশি শিক্ষার্থীরা সিকৃবিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে নিজ নিজ দেশে গিয়ে কর্মক্ষেত্রে
মেধার স্বাক্ষর রাখছে।
শুক্রবার (১৬ মে) স্নাতক ডিগ্রি অর্জনকারী বারোজন নেপালী শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেন সিকৃবি ভিসি
প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব ই ইলাহী, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ উদ দৌলা,অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো.রুহুল আমিন,জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, প্রধান প্রকৌশলী প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো.সাখাওয়াত হোসেন, এডিশনাল রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম রসুল প্রমুখ । সনদপত্র গ্রহণকারী শিক্ষার্থীরা হলেন
২০১৮ -২০১৯ শিক্ষাবর্ষের
সিয়াম কুমার ইয়াদব,সুরাজ সাহা, দেবরাজ চৌধারী,ধর্ম নারায়ন ইয়াদব, অস্মিতা রাই
রোজ কমল চৌধারী এবং
২০১৯- ২০২০ শিক্ষাবর্ষের অঙ্কিত গুরু, রেশমা থাপা, বিষ্ণু সাহী, মাধব কৈরালা,
মিরাজ বহরা, সিরাজুল হামাল।
সনদপত্র প্রদান শেষে সিকৃবি ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহবান জানান। এসময় তিনি ছাত্র -ছাত্রীদের শিক্ষার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলায় পারদর্শিতা অর্জনের ক্ষেত্রে গুরুত্বারোপ করেন ।
উল্লেখ্য, সিকৃবিতে ২০১৯ সালে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভেটেনারি, এনিমেল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদে ৬ জন নেপালি শিক্ষার্থী ভর্তি হয়ে ১৮৯ ক্রেডিট সম্পন্ন করে ডিভিএম ডিগ্রি অর্জন করেন এবং ২০২০ সালে ২০১৯ -২০২০ শিক্ষাবর্ষে কৃষি অনুষদে ০৬ জন নেপালি শিক্ষার্থী ভর্তি হয়ে ১৯০ ক্রেডিট সম্পন্ন করে বিএসসিএজি স্নাতক ডিগ্রি অর্জন করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025