সাংবাদিক আশরাফুর রহমান উপর হামলা

প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, |                          

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর জিন্দাবাজারে সাংবাদিক আশরাফুর রহমানের উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল ১৮ অক্টোবর ২০২১ইং তারিখের বিকালে সরকার দলীয় কয়েকজন সন্ত্রাসী জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারের সামনে সাংবাদিক আশরাফুরকে একা পেয়ে কিল-ঘুষি ও শারিরীক ভাবে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। এসময় তারা বলে তুই সরকার বিরোধী সংবাদ তর অনলাইন পত্রিকায় প্রকাশ করলে তকে মেরে ফেলবো বলেও হুমকি দেয় তারা। এসময় সন্ত্রাসীরা আরো বলে তুই বিএনপি জামাতের ও হেফাজতে ইসলামের পক্ষে কোন রিপোর্ট বা ফেসবুকে লেখালেখি করবে না বলেও আরো মারতে থাকে। কিছু সময় পরে স্হানীয় জনতা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এবিষয়ে সাংবাদিক আশরাফুর রহমান জানান উনার নিজস্ব অনলাইন পত্রিকা সিলেট নিউজ বিডি ডটকমে কিছু সংবাদ আওয়ামীলীগের বিপক্ষে চলে যাওয়ার কারনে সরকার দলীয় ক্যাডার বাহিনী হামলা করেন ও হত্যার হুমকি দিয়ে যায়। এ ঘটনায় মামলা করবেন কি না জানতে চাইলে আশরাফুর জানান, যেহেতু সরকার দলীয় ক্যাডার হামলা করছে সেখানে থানায় মামলা নিবে না। মামলা রেকর্ড তো দূরের কথা বরং আমাকে উল্টো মামলায় ঢুকিয়ে দিবে। আমি এখন চরম নিরাপত্তার অভাব মনে করছি।

উল্লেখ্য, সাংবাদিক মো: আশরাফুর রহমান, সুনামগঞ্জ জেলার ছাতক থানার আনুজানী গ্রামের মরহুম মরতুজ আলীর ছেলে। তিনি দীর্ঘ দিন থেকে সিলেট শহরে বসবাস করেন।