ভোলাগঞ্জ থেকে ডাকাত সরদার ইকবাল গ্রেফতার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ক্রাশার মিলে ডাকাতি করার সময় ডাকাত সরদার ইকবাল হোসেন (২৬) কে গ্রেফতার করা হয়েছে । সে ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের আপ্তাব মিয়ার ছেলে।
সোমবার দিবাগত রাতে ভোলাগঞ্জ ১০নং এলাকার সুলাইমান ও জালাল মিয়ার ক্রাশার মিলে ডাকাতি করতে যায় ইকবাল হোসেনসহ ৪-৫ জন ।এ সময় ক্রাশার মিলের ম্যানাজার ও আশপাশের লোকজন তাদের ধাওয়া করে ইকবাল হোসেনকে ধরলে ও বাকিরা পালিয়ে যায়।পরে তারা ইকবাল হোসেনকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করেন।এর আগে ও সে চুরি ও ডাকাতির দায়ে বেশ কয়েকবার জেল হাজতে গিয়েছিল।
কোম্পানীগঞ্জ থানার এস আই আনোয়ার হোসেন জানান, ভোলাগঞ্জ ১০নং এরিয়া থেকে ডাকাতির সময় স্থানীয় লোকজন তাকে ধরে ওসি স্যারের নির্দেশে থানায় হস্তান্তর করেন।তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । মামলা নং ৮ (০২)২১।