সিলেট নগরীর সকল নাগরিকবৃন্দকে কোভিড—১৯ টিকার ৩য় ও ৪র্থ ডোজ প্রদান করা হবে

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, |                          

সিলেট নগরীর সকল নাগরিকবৃন্দকে কোভিড—১৯ টিকার ৩য় ও ৪র্থ ডোজ প্রদান করা হবে। আগামী ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের স্থায়ী/অস্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রে এবং কুমারপারাস্থ ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালে ১৮ বছরের উর্ধ্বে সকল নাগরিকবৃন্দকে কোভিড—১৯ টিকার ৩য় ও ৪র্থ ডোজ প্রদান করা হবে।

বৃহস্পতিবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিটি কর্পোরেশনর এলাকার ৪২টি ওয়ার্ডের স্থায়ী/অস্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা গ্রহনে ইচ্ছুক সবাইকে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইপিআই টিকাদান কেন্দ্র ও ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালে টিকা গ্রহণ করা হবে। যথাসময়ে সকল নাগরিকদের টিকা গ্রহনের জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য যে, কোভিড—১৯ ভ্যাকসিন শারীরিক স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রদান করা হবে। টিকার মজুদ শেষ হলে কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। ভ্যাকসিনের ডোজ অনলাইন/সুরক্ষা ওয়েবসাইটে আপলোড করার ব্যবস্থা থাকবেনা।—বিজ্ঞপ্তি

Messenger Whatsapp