সিলেট ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১
আংশিক কমিটি গঠনের আড়াই বছর পর অবশেষে অনুমোদন হলো সিলেট জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩২১ সদস্যের জেলা কমিটি অনুমোদন করা হয়।
২০১৮ সালের ১৩ জুন আলতাফ হোসেন সুমনে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা ছাত্র দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিলো। আংশিক কমিটি গঠনের আড়াই বছর পর পূর্ণাঙ্গ হলো জেলা ছাত্রদলের কমিটি।
জানা যায়, গত বছরের অক্টোবরে সিলেট জেলা ও মহানগর ছাত্রলদের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় নেতাদের কাছে জমা দেয়া হয়। ২২ অক্টোবর রাতে কমিটির খসড়া তালিকা দলের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা ওমর ফারুক কাওছারের কাছে জমা দেন সিলেটের দায়িত্বশীলরা।
সেই খসড়া জমা দেয়ার তিন মাস পর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিলো কেন্দ্রীয় কমিটি।
Chief Editor : Afroz Khan
Editor: Sunny Ahmed
Executive editor: Mohammed Taizul islam,
Message editor : Shahan Shah Ahmed
Call: +88 01995-019920
Office : Al Marjan Shoping Centre (3nd Floor), Zindabazar, Sylhet 3100
Email : info.Sylhetnewsworld@gmail.com
২০১০ সাল থেকে শুরু – সরকারি নিবন্ধনের আবেদনকৃত নিউজ পোর্টাল।