পৌর বাসির কল্যাণে নিজেকে নিবেদন করতে চাই — মেয়র প্রার্থী জাকারিয়া পাপলু

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১ | আপডেট: ৪:০৬:অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১

সিলেটের গোলাপগঞ্জ পৌর নির্বাচনে পৌর নাগরিক ব্যানারে মেয়র প্রার্থী ও সাবেক পৌর মেয়র জাকারিয়া আহমদ পাপলু বলেছেন পৌর বাসির উন্নয়ন ও কল্যাণে নিজেকে নিবেদন করতে চাই।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের গুগারখুল পশ্চিম পাড়া ও মাঝ পাড়া ও ৫ নং ওয়ার্ডের দাড়িপতন পশ্চিম পাড়া এলাকায় গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন এ পৌরসভার প্রতিষ্ঠাকালিন সময় থেকে পৌরবাসির পবিত্র আমানতে আমাকে পরপর দুবার নির্বাচিত করায় পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন সহ সর্বত্রে পৌরসভার মর্যাদা বৃদ্ধিতে কাজ করার সুযোগ হয়েছে ,এর ধারাবাহিকতা রক্ষায় আগামি ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে মোবাইল প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য পৌর নাগরিকদের প্রতি আহবান জানান।
গণসংযোগকালে তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন।এ সময় তাঁর সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ ব্যাপক সংখ্যক কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।