সিলেটে ৩৪৫ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ৬:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

সিলেটে ৩৪৫ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার

সিলেটের কোম্পানীগঞ্জের দক্ষিণ কলাবাড়ী এলাকা থেকে পুলিশ ৩৪৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আমির হোসেনকে (২৩) গ্রেফতার করেছে। সে কোম্পানীগঞ্জ থানার উৎমা লামারগ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে।

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় শনিবার (১২ ডিসেম্বর) রাতে এসআই মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন। রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে থানা পুলিশ গ্রেফতারকৃত ফেন্সিডিল ব্যবসায়ী আমির হোসেনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

এরআগে শনিবার (১২ ডিসেম্বর) ৭টা ৪৫ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) লুৎফর রহমান সিলেট ভিউকে জানান,  সিলেট জেলাকে মাদক মুক্ত করতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। পুলিশের মাদক বিরোধী অভিযান সবসময় অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ