ওসমানীনগরে ওয়ার্কশপে মিলল আগ্নেয়াস্ত্র

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০

ওসমানীনগরে ওয়ার্কশপে মিলল আগ্নেয়াস্ত্র

সিলেটের ওসমানীনগর উপজেলায় ওয়ার্কশপ থেকে দেশীয় তৈরি একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার তাজপুর ইউপির রাখালগঞ্জ বাজারের একটি রিকশার ওয়ার্কশপ থেকে পাইপগানটি উদ্ধার করা হয়।

জানা যায়, পাইপগান উদ্ধারের ঘটনায় শুক্রবার রাতে মাদক সেলের এসআই কামরুল আলম বাদী হয়ে ওসমানীনগর থানায় অস্ত্র আইনে (মামলা নং-০৬) দায়ের করেন।

মামলায় আসামি করা হয় বিশ্বনাথ উপজেলার সৎমানপুর বর্তমান খারজান গ্রামের পলাতক মাদক ব্যবসায়ী সেলিম মিয়াকে (৪৬)।
সেলিমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মাদক সেলের কর্মকর্তারা শুক্রবার রাতে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউপির খারজান গ্রামের মাদক ব্যবসায়ী সেলিম মিয়ার বসতঘরে অভিযান চালায়।

এ সময় সেলিম পালিয়ে গেলেও তার ঘর তল্লাশি করে ১২টি পুঁটলি থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে ওসমানীনগর উপজেলার রাখালগঞ্জ বাজারে সেলিম মিয়ার রিকশার ওয়ার্কশপের অভিযানকালে সেলিমের ওয়ার্কশপের ভেতর থেকে একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়।

ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক থানায় অস্ত্র আইনে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে মাদক সেলের সদস্যরা রাখালগঞ্জ বাজার থেকে একটি পাইপগান উদ্ধার করে থানায় এজাহার দিলে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ