অবৈধভাবে ব্যবসা করায় উচ্ছেদ ও জরিমানা আদায় করেছে সিলেট সিটি কর্পোরেশন

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, |                          

ফুটপাত ও পাবলিক টয়লেট দখল করে অবৈধভাবে ব্যবসা করায় উচ্ছেদ ও জরিমানা আদায় করেছে সিলেট সিটি কর্পোরেশন।

প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খাঁন ও নির্বাহী ম্যজিস্ট্রেট ফারিয়া সুলতানার নেতৃত্বে মঙ্গলবার (১৯ মার্চ) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উচ্ছেদ ও জরিমানা করা হয়।

জানা যায়- লালাদিঘির পাড়স্থ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের নির্ধারিত জায়গায় পুনর্বসানের পর থেকে কঠোর ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অভিযানে পরিচালনা করছে সিলেট সিটি কর্পোরেশন।

তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, বন্দর, জেলরোড সহ আশেপাশের এলাকায় ফুটপাত ও পাবলিক টয়লেট দখল করে অবৈধ ভাবে ব্যবসা করে আসছে ভ্রাম্যমাণ অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ ও জরিমানা করা হয়।

এসময় বিভিন্ন দোকান মালিককে মোট নগদ ৩১ হাজার ৫ শ টাকা জরিমান আদায় করা হয়েছে এবং ফুটপাত দখল করে থাকা বিভিন্ন দোকান উচ্ছেদ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের আভিযানিক দল ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ অভিযানে অংশগ্রহণ করেন।-বিজ্ঞপ্তি