এম সি কলেজের এইচএসসি’৯৪ ব্যাচের বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, |                          

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেট এম সি কলেজের এইচএসসি’৯৪ ব্যাচের(শিক্ষাবর্ষ ১৯৯২-৯৩) বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।গতকাল (৩ ফেব্রুয়ারি) শনিবার নগরীর এয়ারপোর্ট রোড সংলগ্ন সিলেট ক্লাব লিমিটেডে নানা কর্মসূচীতে তা সম্পন্ন হয়।প্রায় আড়াই যুগ পর বিভিন্ন পেশায় কর্মরত বন্ধুগণ গতকাল মিলিত হন।প্রাণোচ্ছল পরিবেশে বন্ধুরা শৈশব কৈশোরের নেশায় সাময়িক সময়ে মেতে উঠেন।আনন্দ,ফুর্তি,আবেগ,অনুভূতি ও উচ্ছাসের এক মেলবন্ধনে রূপ নেয় সিলেট ক্লাব।এ যেন অসম্ভবকে সম্ভব এবং অজেয়কে জয় করা।
○দিনব্যপী এ অনুষ্ঠানে জনপ্রতিনিধি,প্রশাসন,পুলিশ,সাংবাদিক,চিকিৎসক,প্রকৌশলী,শিক্ষক,আইনজীবি,ব্যবসায়ী,ব্যাংকার,কৃষি উদ্যোক্তা,প্রাইভেট ও কর্পোরেট সেক্টর,সিএ,সরকারী চাকুরী,প্রবাসে কর্মরতসহ নানা পেশায় নিয়োজিত সহপাঠিরা স্মৃতিচারণমুলক বক্তব্য রাখেন।অতীত স্মৃতি,পারস্পরিক সম্পর্ক,সামাজিক যোগাযোগ,বন্ধুত্ব ও ভালোবাসার মহতী উদ্দেশ্যে নব উদ্যমে শুরু হওয়া এ পথচলাকে এগিয়ে নিতে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।বক্তারা বলেন,এটি হল করোনাকালের ফল ও ডিজিটাল স্মার্ট বাংলাদেশের উপহার।
○সকাল ১১টায় ভেন্যুতে উপস্থিত হন বন্ধুরা।দুই পর্বে অনুষ্ঠানসূচী নানা অধিবেশনে বিভক্ত ছিল।সুইমিং পুলে সাঁতার কাটা,স্মৃতিচারণ,দুপুরের খাবার,কমিটি গঠন ও ভবিষ্যত করণীয় শীর্ষক আলোচনা,সাংস্কৃতিক অনুষ্ঠান,বৈকালিক নাস্তা ও রাফেল ড্র ইত্যাদি উল্লেখযোগ্য।এছাড়া অংশগ্রহণকারীদের নাম, ঠিকানা ও ছবি সম্বলিত ক্ষুদ্র একটি স্মরণিকা প্রকাশ এবং মিলনমেলা স্টীকারযুক্ত মগ উপহার প্রদান ও টি শার্ট বিতরণ করা হয় ।এধরনের একটি আকর্ষণীয় ও অভাবনীয় অনুষ্ঠান উপহার দিতে গেল বছরের জুলাই মাস থেকে কাজ শুরু করা হয়।অনুষ্ঠান বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত আহবায়ক কমিটি দফায় দফায় সভা করে।বন্ধুদের সংগঠিত করার লক্ষ্যে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে অনলাইন প্লাটফর্মে যুক্ত করাসহ একটি পূর্ণাঙ্গ ডাটাবেইস তৈরীর উদ্যোগ নেয়া হয়।