সিলেট সাইক্লিং কমিউনিটির উদ্যোগে বিজয় রাইড অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, |                          

মোঃ আলমগীর আলম: মহান বিজয় দিবস উপলক্ষে সাইক্লিং কমিউনিটির  উদ্যোগে করা হয়  ‘বিজয় রাইড সিলেট’। শনিবার (১৬ই )ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮টায় শুরু হয় সাইকেল রাইড শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে শেষ হয় লাক্কাতুড়া স্টেডিয়াম গেইটে। ২০২৩ সালের এই আয়োজন কে স্মরণীয় রাখতে ঝলমলে রংবেরঙের সাইকেল নিয়ে  উপস্থিত হন রাইডাররা। মাথায় হেলমেট পরিহিত অবস্থায় বাহারি জার্সি গায়ে দিয়ে এবং নিজের প্রিয় বাহনকে আকড়ে ধরে আনন্দ উচ্ছাসিত প্রায় দুই শতাধিক সাইক্লিস্ট বিজয় রাইড শো’তে অংশগ্রহণ করেন। রাইড শো বিষয়ে জানতে  সংগঠনের দায়িত্বশীল এডমিন সৈয়দ সোহাগ বলেন, ‘শরীরচর্চার অংশ হিসেবে আমাদের এই কর্মসূচি। মূলত আমাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে সাইকেল নিয়ে ঘুড়াঘুরি করা। এতে মন ভালো থাকে। শরীর সুস্থ থাকে। প্রতি রাইডেই আমরা কোনো না কোনো সমাজ বিষয়ে  সচেতনতামূলক প্রচারণা চালাই। এ ছাড়া বন্যাসহ নানা দুর্যোগে সাইক্লিং কমিউনিটির  সদস্যরা সেবার মনোভাব নিয়ে মানুষের পাশে দাঁড়ান। সমাজ কল্যাণমূলক নানা কাজ আমরা করে থাকি।বিজয় রাইড শো’তে সাইক্লিং কমিউনিটির  দায়িত্বশীদের মধ্যে উপস্থিত ছিলেন,হাসান আহমেদ, আবু সালেহ, শফিক গাজী, নাহিদ পারভেজ, সাইফুল ইসলাম, রুদ্র দাশ, তন্ময় সরকার তানু, আরফান মাসুম, প্রমুখ।