সিলেটে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে অংশীজনের অংশগ্রহণে সভা সম্পন্ন

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, |                          

আঞ্চলিক মাঠ পর্যায়ের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা (২০২৩-২৪) বাস্তবায়নে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর তোপখানাস্থ সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তর সিলেট জোন এর অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সভা হল রুমে অংশীজনের অংশগ্রহণ সভার আয়োজন করা হয়।

সড়ক ও জনপদের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ফজলে রব্বে এর সভাপতিত্বে ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট সওজের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন, মৌলভীবাজার জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ, সিলেট রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, সিলেট মুরারিচাঁদ কলেজের সহকারী অধ্যাপক অঘ্রতা সৌরভ, সিলেট প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম, সওজের সহকারী প্রকৌশলী খন্দকার আমিনুল হক, উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ খালেদুর রহমান, উপ সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, আরিফ হোসাইন, রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মানিক খাঁন, সওজ গোলাপগঞ্জের উপ সহকারী প্রকৌশলী অনুরুপ দেব চৌধুরী, সাজ্জাদুর রহমান, বিশ্বনাথের উপ সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল কবির, সওজের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মুমিনুল হক ইলিয়াছ, নিরাপদ সড়ক চাই কমিটির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু, সাংবাদিক শেখ জাবেদ আহমদ এমরান (জাবেদ এমরান) দুলাল আহমদ, সিলেটপ্রেস ডটনেট এর সম্পাদক ফয়ছল খাঁন, সুরমাভিউ এর বার্তা সম্পাদক মো: আবু জাবের, সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, জাকির হোসেন, খায়রুল আলম, সওজের (যান্ত্রিক) সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রমুখ।

সভাপতির বক্তব্যে সওজের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ফজলে রব্বে তার বলেন, সংস্কার কাজ চলা সিলেটের ঐতিহ্যবাহী ক্বিনব্রিজ অতি শীঘ্র খুলে দেয়া হবে। ক্বিনব্রিজের পাশে আরেকটি চার লেনের অত্যাধুনিক ব্রিজ নির্মাণ করার পরিকল্পনা সরকারের আছে বলে জানিয়েছেন সওজ কর্মকর্তা মো. ফজলে রব্বে। বিজ্ঞপ্তি