গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটিকে সিলেট অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩ | আপডেট: ১:৪৩:অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩

গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নব গঠিত কমিটিকে সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শনিবার (২১ অক্টোবর) এক অভিনন্দন বার্তায় ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ কমিটির সভাপতি এম আব্দুল জলিল, সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে  অভিনন্দন জানান।  অভিনন্দন বার্তায় তারা বলেন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির মাধ্যমে তৃনমূল পর্যায়ে অনলাইন সাংবাদিকতার বিকাশ এবং ঐতিহ্য অক্ষুন্ন থাকবে। গোলাপগঞ্জে সাংবাদিকদের মধ্যে যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক ছিলো তা আরো সুদৃঢ় হবে।

তারা আরও বলেন, নতুন কমিটি গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবকে উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে এবং পেশাদার সাংবাদিকদের বিচরণক্ষেত্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।